Monpura College

শিক্ষাই জাতীর মেরুদন্ড। আর এই মেরুদন্ডের ভিত্তির উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যত। তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে শিক্ষা জীবনের শুরু থেকেই প্রযুক্তির ব্যবহার তথা আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতেই আমাদের এই প্রচেষ্ঠা।
একসময়কার গাছতলার টোল থেকেই আজকের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের উতপত্তি। কালের বিবর্তনে সেই চালাঘর আজকে শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষে রুপ নিয়েছে। মাইলের পর মাইল হেটে যাওয়ার বদলে চালু হয়েছে স্কুল কোচ। চক শ্লেটের স্থান দখল করেছে মান সম্মত কাগজ কলম। বেড়েছে অভিভাবকের সচেতনতা।
বর্তমানে দেশের আনাচে-কানাচে, প্রত্যন্ত দুর্গম অঞ্চল সমুহেও শিক্ষার আলো নিশ্চিত করতে প্রতি বছর তৈরী হচ্ছে নিত্য নতুন স্কুল সমুহ। লক্ষ্য কোটি শিক্ষার্থীর শিক্ষাব্যবস্থা তথা জাতীর ভবিষ্যত নির্ভর করছে এই স্কুল সমুহের উপর। কিন্তু এই স্কুল সমুহ কতটুকু যোগ্যতা সম্পন্ন তা খতিয়ে দেখা বেশ দুরহ ও প্রায় অসম্ভব একটি ব্যপার। ভর্তিযুদ্ধে বিজয়ী আভিভাবক জানেন না তার সন্তানের শিক্ষকের গুনগত মান কি? অনেক আভিভাবক জানেন না তার দায়ীত্ব কতটুকু। অধিকাংশ শিক্ষার্থী জানেনা তাদের ভবিশ্যত লক্ষ্য কি।
দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এক ছকে আনা, শিক্ষা বিষয়ক তথ্যসমুহ সংরক্ষন, তথ্য পযুক্তির সাথে সমপৃক্তকরন, অভিভাবক-শিক্ষার্থী-শিক্ষকের সমন্বয় সাধন, রাষ্ট্রীয় প্রয়োজনে স্কুল-শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কে জরুরী তথ্য জানা, শিক্ষা সনদের দুর্নিতি রোধ করা প্রভৃতি নানাবিধ বিষয় সমুহকে সহজে পরিচালনা করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রকল্প।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Contact Details

Monpura College

Cha-87/C, Fuji Trade Center, North Badda, Dhaka-1212
+8801926694522/23

monpuracollege@gmail.com